এপিটাফ

এপিটাফ

মিনহাজ মিজান__________________________

পৃথিবী চেয়ে থাকে দর্শকের মত,
আর আমি কৃত্রিম আলোয় বন্দি হতে থাকি এক এক করে।


ঝলসে যেতে থাকে আমার সমস্ত শরীর
আর আমি বন্দি হই ফ্রেমে প্রতিটি কৃত্রিম আলোর সাথে।
স্থির হয়ে যাই নির্বাক হয়ে যাই প্রতিটি মহুর্তে।


তবু তামাটে স্বপ্ন একে চলে যায় প্রতিটা রাত।
থেমে যাওয়া সকালের পান্ডুলিপি মনে করিয়ে দেয়,

আর কতটা সময়-

অতৃপ্তির ঠোটে চুমে এটে লেখা হবে এপিটাফ ।

এপিটাফ
 এপিটাফ 



Post a Comment

0 Comments