পুরনো অধ্যায়

 মিনহাজ মিজান


চাইলেই আজকাল আর ধূসর পথে হাঁটা হয়না.!
মুক্ত হাওয়ায় গাওয়া হয়না কিছুই।
ইষ্টিশন থেকে ইষ্টিশনে ছুটতে হয়,
রেলের চাকার মতন বনবন করে।

ইচ্ছে থাকলেও ফিরে দেখা হয়না,
চেনা চেনা পুরনো অধ্যায়।
বিষণ্ণ সকাল শেষের
ছোট ছোট স্বপ্নের নীল রঙ।

পুরনো অধ্যায়
পুরনো অধ্যায়

বরং আজকাল লুকোচুরিতেই শেষ হয়
গ্রাম্য কিশোরী ও ফেরিওয়ালার গল্প।
দু'চোখ মুড়ে আসা রাত্রির মত____
এখন সেই রহস্যাবৃত সুর ভাসে।
তারপরও খেয়ালী রূপকথা....
ও কল্পনার বেহিসাবি দিন রাত্রি নিয়ে,
আজো ডানা ভাঙ্গা মৃত হৃদয় নগরীতে....
পড়ে থাকে আমার নিশ্চল অধ্যায়।

Post a Comment

0 Comments