এখন না হয় হোক জোসনা বিলাস

মিনহাজ মিজান


এখন রাত ২.০০টা চারদিকে কেমন যেন এক অদ্ভুত আদিমতা ঝিঝির ডাক আকাশে পূর্ন চাঁদ অদ্ভুত এক পরিবেশ।পুকুরের জলে আলোর প্রতিফলন আর নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, সেই সাথে মাছের ঘাইয়ের শব্দ পরিবেশটাকে মাদকময় করে তুলছে প্রতিনিয়তই।

আমার চারিদেকে এতকিছু ঘটছে তবু আমি নির্বিকার মনে বসে আছি নৌকায় পুকুরের মাঝে।ল্যাপটপটাতে রাঘব মজুমদারের বিখ্যাত গানটা বাজছে চাঁদ কেনো আসো না আমার ঘরে। এত কিছুর মাঝে কিঞ্চিৎ মনকষ্ট নিয়ে ভাবছি ইশ কাল যদি..... । যারা চাকুরী করে এই ইশটা শুধুমাত্র তারাই বুঝবে।

এখন না হয় হোক জোসনা বিলাস
এখন না হয় হোক জোসনা বিলাস


থাক পরিবেশটা সত্যিই আলাদা, এত কিছুর পরও এই ইশ শব্দটা আবার মাথা চাড়া দিচ্ছে একটা দিয়েশলাই আর এক প্যাকেট সিগারেট যদি থাকত.!

থাক আর আফসোস নয়,আর লিখতেও ইচ্ছে করছে না। গানটা শেষ হয়ে গেলো এখন অটোপ্লেতে মান্নাদের গান বাজছে চাঁদ সামলে রেখো তোমার জোসনাকে।

কি বোর্ড চাপার ইচ্ছে করছে না তাই আজ এই পর্যন্তই -এখন না হয় হোক জোসনা বিলাস।।
(ওহ্ চাঁদ সামলে রেখো তোমার জোসনাকে)।।

Post a Comment

0 Comments